খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির মরহুম সদস্য আসকর আলী সরকারের বড় ছেলে পরিচিত মুখ অত্র সমিতির সদস্য ও দলিল লেখক ফরহাদ সরকার (৩৭) আর নেই।
ঘোড়াঘাটের ওসমানপুর এলাকায় মোটরসাইকেল এবং বাইসাইকেল সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী
(ভেব্রিপাড়া) গ্রামের ফরহাদ সরকার মৃত্যুকালে একমাত্র ছোট্ট মেয়ে, ২ স্ত্রী, ২ মা, ১ ভাই, ২ বোন, সহকর্মী, পরিবারের অন্যান্য সদস্য, পাড়াপ্রতিবেশি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৩০ এপ্রিল) বাদ এশা নিজ বাড়ী চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন। সড়ক দুর্ঘটনা জনিত তাঁর আকস্মিক মৃত্যুতে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।