খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সনাতন ধর্মালম্বী জায়ামাতে যোগদান করেছেন।
১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জামায়াতে ইসলামীর দাওয়াতি পক্ষের অংশ হিসেবে শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বেতকাপা ইউনিয়ন জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে ৫নং ওয়ার্ডে দাওয়াতি কার্যক্রম অভিযান পরিচালিত হয়। জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ৬ জন সনাতর ধর্মালম্বী জামায়াতে যোগদান করেন। বেতকাপা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাও. নাজমুল হকের নেতৃত্বে দাওয়াতি কার্যক্রমে ৫নং ওয়ার্ড সভাপমি মো. রুমন মন্ডল, সেক্রেটারী হাফেজ মোহাম্মদ রবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় শতাধিক ব্যক্তিকে দাওয়ার প্রদান করা হয়। তাদের মধ্যে ৩০ জন সদস্য সমর্থক ফরম পূরণ করে জামায়াতে যোগদান করেন। এছাড়াও কৃষ্ণপুর ও রাজনগর গ্রামের ৬ জন সনাতন ধর্মালম্বী জামায়াতে যোগদান করেছেন বলে জানা যায়।