খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকালে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায়ের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মিসেস নাহিদ আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আলহাজ্ব জাহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারি মহাসচিব সাজাদুর রহমান সাজু, জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখা সভাপতি জিল্লুর রহমান সরকার, রিপোর্টার্স ফোরাম সাবেক সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (অব.) মো. মোস্তাফিজুর রহমান, মাহমুদবাগ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো, নজরুল ইসলাম, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক কালা মানিক দেব ও সাংগঠনিক সম্পাদক শ্রী রতন ঘোষ ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে আয়েশা খামম তোয়া, তুবা আকতার, জিনিয়া তাহসীন মম ও আতিয়া ফারিহান প্রমুখ।