খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া ১৪ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম-এর নির্দেশে এসআই মানিক রানা সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে হরিরামপুর ইউনিয়নের বড়দহ বার্নি মেলা দক্ষিণ ও উত্তর অংশ দু’টি স্থানে অভিযান চালিয়ে ডাবু জুয়া খেলার অপরাধে ৯ জুয়ারীসহ অন্যান্য মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে; গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লাইছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স শাখাহার ইউনিয়ন যুবলীগ সভাপতি তারেকুজ্জামান সাগর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল করিমকে গ্রেফতার করে।
থানা পুলিশের চলমান অভিযানের বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৪ জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগরে প্রেরণ করা হয়েছে।