খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন শহীদ মিনারের শুভ-উদ্বোধন করলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জ পৌরসভার অর্থায়নে মেসার্স সাদ্দাম এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান শহীদ মিনার নির্মাণ কাজটি সম্পন্ন করেন।