খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কোচাশহর বাজার এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার শতশত মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডল, কোচাশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য মুসা মিয়া, বজলুর রহমান মন্ডল, ইউনিয়ন যুবদল আহ্বায়ক ফিরোজ কবির পারভেজ, ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ও উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক বাপ্পী শেখ প্রমুখ।
বক্তারা বলেন, বিগত কয়েক বছর ধরে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার অংশে সড়কটি সংস্কার বা মেরামতের নামে বারবার অর্থ ব্যয় করেও স্থায়ী কোন সমাধান হচ্ছে না। সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতায় স্কুলগামী শিক্ষার্থীসহ স্থানীয়দের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয়। তাই এবছর বর্ষার আগেই সড়কটি সংস্কারের দাবী জানান শিক্ষার্থী ও এলাকাবাসী।
উল্লেখ্য; গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ, শালমারা ও কোচাশহর ইউনিয়নের একমাত্র চলাচলের সড়কটির কোচাশহর বাজার অংশে দীর্ঘদিন যাবত বেহাল দশা। এ রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সড়কের বেহাল দশার কারণে মানুষদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে।