খবরবাড়ি ডেস্কঃ ‘বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখকে’ স্বাগত জানিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা ও পৌর শাখা বিএনপি ছাড়াও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু প্রমুখ ছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; বাংলা নববর্ষ উপলক্ষ্যে এদিন সকাল থেকেই নেতাকর্মীরা নানা রংঙের পোশাক পরিহিত ছাড়াও ঢাক-ঢোলের তালে নেচে গেয়ে বাংলা বর্ষবরণ উৎসবকে আরো উৎসবমুখর করে তোলে।