খবরবাড়ি ডেস্কঃ পহেলা বৈশাখ নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-এর উদ্যোগে পল্লী বাজার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পল্লী বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। এসময় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সহকারি কশিমনার (ভূমি) আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাছুদার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শফিউর আলম মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর সেলিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।