খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার উপজেলা রোড মতিঝিল সংলগ্ন ড্রেনের ওপরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালানো কুখ্যাত জুয়ারু মালেককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সে পৌরসভার কালিকাডোবা গ্রামের বাসিন্দা।
বুধবার (১৬ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে জুয়াস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় প্রায় এক বস্তা জুয়া খেলার তাস উদ্ধার করা হয়।
গাইবান্ধা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার রাকিবুল হাসান রাকিব এবং গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই তাহসিন রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করা হয়। পরে আঃ মালেককে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি জানান, উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।