খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ১৭টি নাগরিক সমাজ সংগঠনের সমন্বয়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশন হাব (সিএসও) গঠন করা হয়েছে।
অ্যাকশন এইড বাংলাদেশের অর্থায়নে এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন সুশীল প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের শাপলা মিল এলাকায় অবস্থিত ছিন্নমূল মহিলা সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাব কমিটি গঠন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ্।
ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খানের সভাপতিত্বে এবং এসকেএসের সুশীল প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাকশন এইড বাংলাদেশের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার অঞ্জন রায়, গাইবান্ধা প্রেস কাবের উপদেষ্টা ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক, এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অ্যান্ড নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে সকলের মতামতের ভিত্তিতে ১ বছর মেয়াদী ৯ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন গাইবান্ধা রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আসাদুল ইসলাম। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কঞ্চিপাড়া মহিলা সমিতির লাকী বেগম, যুগ্ম সম্পাদক হরিজন ঐক্য পরিষদের রাজেশ বাসফোর, সাংগঠনিক সম্পাদক আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের মনির হোসেন সুইট, কোষাধ্যক্ষ নাগরিক উন্নয়ন সংস্থার সালাউদ্দিন কাশেম, যুব নারী বিষয়ক সম্পাদক পল্লী অগ্রগতি সংস্থার লিপি আক্তার, সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের আলম মিয়া এবং নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের রিকতু প্রসাদ।
বক্তারা, মানবাধিকার, সুশাসন এবং সামাজিক ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নে অবদান রাখতে নবগঠিত প্ল্যাটফর্মটির প্রতি আহ্বান জানান।