খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
সভায় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা সিভিল সার্জন অফিসে ডা. রফিকুজ্জামান রফিকসহ জেলা প্রশাসনের অপরাপর দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।