খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ঐতিহ্যবাহী পলাশবাড়ী পৌরশহরের পিয়ারী পাইলট বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব এজে নূরন্নবী চৌধুরী সাদা বিএসসি (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি আরো গুরুতর হয়ে পড়েন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে তিনি পৌরশহরের নুনিয়াগাড়ী প্রফেসরপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, জামাতা, নাতি-নাতনি, সহকর্মী, অসংখ্য শিক্ষার্থী, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ মাগরিব পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম এবং উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামের নিজবাড়ী চত্বরে রাত ১০টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে পারিবরিক সূত্র জানায়।
তাঁর মৃত্যুতে স্থানীয় সর্বস্তরের শিক্ষকমহল, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সমূহ পৃথক বিবৃতিতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।