খবরবাড়ি ডেস্কঃ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) খোর্দ্দকোমরপুর হাইস্কুল মাঠে যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা কৃষিবিদ সামিউর রহমান, খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর-রশিদ বি-এসসি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মাসুদ আকন্দ প্রমুখ। ইফতার মাহফিলটির সঞ্চালনায় ছিলেন খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন যুবদল আহ্বায়ক মাসুদ কবীর রানা। শেষে মাহফিলে এক বিশেষ দো’আ পরিচালনা করেন মাও. জাহাঙ্গীর আলম ।