খবরবাড়ি ডেস্কঃ সারাদেশের ন্যায় সাদুল্লাপুর উপজেলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে রবিবার ( ২ মার্চ ) জাতীয় ভোটার দিবস-২০২৫ পালিত হয়েছে। “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এসব কর্মসুচির আয়োজন করে।
র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মোমেন।
বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বসুনিয়া, সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা প্রমূখ। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।