খবরবাড়ি ডেস্কঃ মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে পৌরশহরের পলাশবাড়ী সাধারণ শিক্ষার্থী ও পলাশবাড়ী ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে পৌরশহরের স্থানীয় রাব্বী মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথায় অবস্থান কর্মসূচী পালন কালে বক্তব্য রাখেন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি সাগর সরকার মিনু, সামিদ হাসান, আরমান কবির, মানিকসহ অন্যান্য সাধারণন শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা দিন দিন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। কিশোরী তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়, এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। তাই ধর্ষকদের গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আহবান জানান।