রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের পরিবারের উদ্যোগে বিশেষ ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে এ দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দো’আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. শওকত আলী। অন্যান্যদের মধ্যে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-আর-রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা আহবায়ক মো. সাইফুল ইসলাম, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমএ ফারুক, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আবু হোসেন প্রমূখ।
ইফতারের আগে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত বক্তারা শহীদ আবু সাঈদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।