খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ডা. একেএম শামসুজ্জোহা খন্দকার ও সাধারণ সম্পাদক ডা. মো. শাহারুল আলম মন্ডল নির্বাচিত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা কার্যালয়ে এক সভায় আগামী ২০২৫-২৬ বছরের জন্য জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিএমএ গাইবান্ধা জেলা সভাপতি ডা. মো. একেএম শামসুজ্জোহা খন্দকার ও সাধারণ সম্পাদক ডা. মো. শাহারুল আলম মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
বিএমএ গাইবান্ধা জেলা কমিটির ২৩ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ডা. ফেরদৌস হোসেন মনজু ও ডা. আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক ডা. মাহবুবুর রহমান আকন্দ, কোষাধ্যক্ষ ডা. এসএম তানভীর রহমান কল্লোল, সাংগঠনিক সম্পাদক ডা. মিনহাজ ইবনে সৌমিক, দপ্তর সম্পাদক ডা. মো. মাসুদার রহমান আকন্দ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. মুনতাসীর রহমান তৌমুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. রেফায়েত উল্লাহ, গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. খোরশেদ আলম, সমাজ কল্যাণ সম্পাদক ডা. এএইচএম আব্দুল ওয়াহিদ শাকিব এবং সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. ইসমত জাহান রেশমা।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন ডা. আসাদুজ্জামান সাজু, ডা. রফিকুজ্জামান, ডা. তাহেরা আক্তার মনি, ডা. এমএ সালেহ, ডা. হারুনর রশীদ, ডা. এলাহী বকস, ডা. মাহবুবুর রহমান, ডা. মাহমুদ হাসান মিথুন, ডা. কামরুল হাসান মিঠু ও ডা. হুমায়ন কবির হিমু।