খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নতুন কমিটির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে পলাশবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ নতুন কমিটির সভাপতি আসাদুজ্জামান সেলিম-এর সভাপতিত্বে ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ নতুন কমিটির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ। এসময় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, বিএনপি’র নেতা শহিদুল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন, ঈদগাহ মাঠের দাতা সদস্য আব্দুল কাদের সরকার ও লাভলু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে দেশ-জাতির উন্নয়ন ও অগ্রগতিসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দো’আ মোনাজাত করা হয়।