খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হলেন বরিশাল ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর শামীম প্রধান।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কলেজের অফিস কার্যালয়ে অধ্যক্ষ একেএমে আব্দুন নূর তাঁকে ফুল বরণ করে নেয়। এসময় কলেজের উপাধ্যক্ষ, প্রভাষক-সহকরি শিক্ষকবৃন্দ, কর্মচারী ছাড়াও বরিশাল ইউনিয়নের জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি বলেন পলাশবাড়ীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি শিক্ষার গুণগতমান বাড়াতে সর্বপ্রথম ব্যবস্থা গ্রহণ করা ছাড়াও প্রতিষ্ঠানটির উন্নয়ন এবং ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি শিক্ষক-অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন।