খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপির নেতা সাজু প্রামাণিকের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী বাজারস্থ নিজ বাসভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাজু প্রামাণিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-০৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল ও সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক সৈয়দ আবুল বাশার লিটন, কিশোরগাড়ী ইউনিয়ন পিএনপির সাধারণ সম্পাদক সুজন মাষ্টার, কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম মন্টু, ইউনিয়ন যুবদল সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম এবং ইউনিয়ন কৃষকদল আহ্বায়ক জহুরুল ইসলাম ছাড়াও কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। শেষে ইফতার মাহফিলে বিশেষ দো’আ পরিচালনা করা হয়।