খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশাবড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে ইফতার পূর্ব পলাশবাড়ী মহিলা ফাজিল মাদ্রাসা মাঠে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে রাখেন গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম চাঁনের সভাপতিত্বে উক্ত বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আবুল হাসান মো. নয়া মিয়া বিএসসি ও উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। এসময় জামায়াতের ইসলামী ছাড়াও শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি সেনা সদস্য (অব.) রফিকুল ইসলাম।