খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহমেদ খান। এসময় অন্যান্য চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, ইপিআই টেকনোলজিষ্ট, স্বাস্থ্য পরিদর্শকসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন। শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
উল্লেখ্য; উপজেলার ২১৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ৩৫ হাজার ৭৯০জন শিশুকে ১টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩ হাজার ৬শ’ ৩৯ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়।