খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে পলাশবাড়ী পৌরশহরের সড়ক ও জনপথ (সিএন্ডবি) বিভাগের পশ্চিম পাশে প্রাচীর ঘেঁষে বধ্যভুমির পাদদেশে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার ও থানা পুলিশের পক্ষে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী (ভূট্টো ছাড়াও পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, পলাশবাড়ী প্রেস কাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।