খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব পরিবহন ব্যবসায়ী জিল্লুর রহমান খাজা (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। পলাশবাড়ী পৌরশহরের মহেশপুর গ্রামের মরহুম রফায়েতুল্লাহ সরকার এবং মরহুমা জরিনা বেগম দম্প্রতির ৬ ছেলে ৬ মেয়ের মধ্যে এলাকার প্রিয়মুখ পরিচিতজন জিল্লুর রহমান খাজা দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিল অসুস্থতায় ভুগছিলেন।
তিনি শুক্রবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় অসুস্থ জনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভিন্ন হাসপাতাল-কিনিকে চিকিৎসার একপর্যায় সম্প্রতি তিনি বাড়িতে আসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, রাজনীতি এবং ব্যবসায়িক সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক
ইঞ্জিনিয়ার আলহাজ্ব মইনুর রাব্বি চৌধুরী রুমান ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ, জাপা পলাশবাড়ী-সাদুল্লাপুর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
এদিকে; অনুরূপ পৃথক বিবৃতিতে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোকসহ সমবেদনা জানিয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টায় পৌরশহরের মহেশপুর গ্রামে নিজ বাড়ীর উঠান তাঁর নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।