খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি ময়েজ উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি রুহুল আমিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেস কাবের সভাপতি রবিউল কবির মনু, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর শামছুল আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মির্জা মো. শওকত জ্জামান প্রধান, কুঠিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, শিক্ষক নেতা জহুরুল ইসলাম জুয়েল, শাহনুর ইসলাম, জাফুরুল ইসলাম, আজিজুল ইসলাম, আব্দুল হামিদ, আনোয়ারুল ইসলাম, সহকারি শিক্ষক শাহীনুল ইসলাম শাহীন, আনোয়ার হোসেন সবুজ, কৃষ্ণেন্দু সরকার, শাহাজাহান আলী, জুলফিকার মতিন, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, ইয়াছিন আলী, সোহেল আরমান ও পাপুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে উপজেলার প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।