খবরবাড়ি ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথা মোড়ে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শন করেন তিনি। এসময় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, টিআই চন্দনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে ঘিরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন সুষ্ঠুভাবে ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী এলাকার মহাসড়ক এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া গোবিন্দগঞ্জ, পলাশবাড় ী, বড়দরগাহ, শঠিবাড়ী এবং তারাগঞ্জ এলাকায় অতিরিক্ত পেট্রোল পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত পুলিশ ফোর্স মহাসড়কে দিন-রাত বিরতীহীন অব্যহত টহল প্রদান এবং জরুরিভাবে যে কোন অপরাধ প্রতিরোধে ও যাত্রী নিরাপত্তা প্রদানে সচেষ্ট রয়েছে।