খবরবাড়ি ডেস্কঃ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম আইএফআইসি ব্যাংক।
এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ মার্চ) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটের মধ্যপাটোয়া মদিনাতুল উলুম ক্বওমী নূরাণী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩০জন শিশুর মধ্যে নতুন পোষাক বিতরণ করা হয়।
পোষাক বিতরণ করেন আইএফআইসি ব্যাংক গাইবান্ধা শাখা ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। এসময় গাইবান্ধা রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল আউয়াল ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; দেশব্যাপী সকল জেলায় পবিত্র রমজানে মাসব্যাপী এই কর্মসূচি পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে।