খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৪৫) নিহত হয়েছেন।
রোববার (২ মার্চ) রাতে গাইবান্ধা-বোনারপাড়া রুটের ছোটপুল এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছোটপুল নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত এক নারী হঠাৎ করেই রেললাইনের ওপর ঝাঁপ দেয়। মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোনারপাড়া রেলওয়ে থানা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত নারীর সাথে কোনো মোবাইল ফোন বা পরিচয়পত্র পাওয়া যায়নি। যার ফলে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। তার পরিবারের সন্ধান পেতে স্থানীয়দের সহায়তা চেয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আরো তদন্ত চলছে।