লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ঠিকাদার জাহিদুল ইসলাম সজিব (৩৮) কে হাতীবান্ধা বাজার থেকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে হাতীবান্ধা উপজেলার হাটখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জাহিদুল ইসলাম সজিব হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি পলাতক সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের আপন ভাতিজা। সজিব পূর্ব সারডুবি মোফাজ্জল হোসেন মোফা ছেলে। হাতীবান্ধা থানা পুলিশ জানায়, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা জাহিদুল ইসলাম সজিবকে আটক করা হয়। সজিবের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলেও জানান পুলিশ। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, প্রথমে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে আটক করা হলেও, পরে জানতে পারি তিনি যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলা যাহার নং-১৭, তাং-২৪/০৮/২০২৪, ধারা- ৩০২/১০৯/১১৪ পেনালকোড, এর এজাহার নামীয় ২৮নং আসামি। আইনী কার্যক্রম শেসে আগামীকাল রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে