1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে জাতীয় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ পলাশবাড়ীতে সার ডিলার মা এন্টারপ্রাইজকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা যাত্রা শুরু করলো পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাব, আংশিক কমিটি ঘোষণা গাইবান্ধায় দুর্গোৎসবের প্রতিমায় শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় ফিলিস্তিনি দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান পর্যাপ্ত ত্রাণ প্রবেশ এবং যুদ্ধ বন্ধের দাবীতে পলাশবাড়ীতে মৌন র‌্যালী পলাশবাড়ীতে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পলাশবাড়ী সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন

সিরিয়ার নাগরিকরা ‘বিপ্লবের রাজধানী’ হোমসে ফিরে আসছে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

 

একসময় বাশার আল-আসাদের বিরুদ্ধে বিপ্লবের রাজধানী হিসেবে পরিচিত হোমস, সিরিয়ার গৃহযুদ্ধের সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের সাক্ষী। এখন, বাস্তুচ্যুত মানুষরা সেখানকার আশেপাশে ফিরে যাচ্ছে, তবে তারা সেখানে কেবল ধ্বংসস্তূপই দেখতে পাচ্ছে।

আসাদের ২০১১ সালে বিক্ষোভ দমন অভিযানের বিরুদ্ধে লড়াই করার জন্য হোমসেই বিদ্রোহীরা প্রথম অস্ত্র তুলে নেয়।

সেনাবাহিনী বাবা আমরের মতো বিদ্রোহী এলাকাগুলো অবরোধ করে রাখে এবং বোমাবর্ষণ করে। এখানে ২০১২ সালে মার্কিন সাংবাদিক ম্যারি কলভিন এবং ফরাসি সাংবাদিক রেমি ওচলিক বোমা হামলায় নিহত হন।

আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লোকেরা তাদের নিজেদের এলাকায় ফিরে যেতে শুরু করেছে।

খালদিয়েহ এলাকায় তার জরাজীর্ণ বাড়িতে বসে দুয়া তুর্কি বলেন, ‘ঘরটি পুড়ে গেছে, জানালা নেই, বিদ্যুৎ নেই।’ ৩০ বছর বয়সী চার সন্তানের মা বলেন, ‘আমরা ধ্বংসস্তূপ সরিয়েছি, কার্পেট বিছিয়েছি এবং চলে এসেছি।’ ‘ধ্বংস সত্ত্বেও, আমরা ফিরে আসতে পেরে খুশি। এটি আমাদের পাড়া এবং আমাদের জমি।’ তিনি বলেন, যদিও তারা আশা করছেন মানবিক কর্মীরা পরিবারকে বাঁচতে সহায়তা করতে সাহায্য বিতরণ শুরু করবেন। তবে, তার স্বামী চাকরির খোঁজে দিন কাটাচ্ছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হোমসের অবরোধ দুই বছর স্থায়ী হয় এবং এতে প্রায় ২ হাজার ২০০ জনকে হত্যা করা হয়। অবরোধের সময়, হাজার হাজার বেসামরিক নাগরিক এবং বিদ্রোহীদের শুকনো খাবার আর ঘাস ছাড়া খাওয়ার মতো কিছুই ছিল না।

এএফপি সাংবাদিকরা সিরিয়ার উত্তরাঞ্চল থেকে থেকে হোমসে ফিরে আসা কয়েক ডজন পরিবারকে স্থানীয় কর্মীদের ব্যবস্থা করা বাস থেকে নেমে আসতে দেখেছেন, তাদের অনেকেই ছিল অশ্রুসিক্ত।

তাদের মধ্যে ৫০ বছর বয়সী আদনান আবু আল-এজও ছিলেন, যার ছেলে অবরোধের সময় গোলাগুলিতে আহত হয় এবং পরে একটি চেকপয়েন্টে সৈন্যরা তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়ার কারণে মৃত্যু হয়। তিনি অশ্রুসিক্ত চোখে বলেন,‘তারা আমাকে যেতে দিচ্ছিল না, তারা আমাকে উপহাস করছিল।’ তিনি বলেন, ‘আমি জানতাম আমার বাড়ি প্রায় ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি হোমসের মূল্যবান মাটিতে ফিরে এসেছি।’

১৩ বছরের যুদ্ধে সিরিয়া জুড়ে বিক্ষোভ এবং লড়াই ছড়িয়ে পড়লেও, হোমসের বিদ্রোহের গল্প বিক্ষোভকারীদের কাছে ব্যতিক্রমী। সেখানেই জাতীয় যুব দলের ফুটবল গোলরক্ষক আবদেল বাসেত আল-সারুত বিক্ষোভে যোগ দেন এবং অবশেষে অস্ত্র তুলে নেন। একটি ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীতে যোগদানের আগে এবং শেষ পর্যন্ত যুদ্ধে নিহত হওয়ার আগে বাসেত আল-সারুত অনেকের কাছে একজন নায়ক হয়ে ওঠেন। ২০১৩ সালে, তার গল্প সিরিয়ার চলচ্চিত্র নির্মাতা তালাল দেরকির ‘দ্য রিটার্ন টু হোমস’ নামক একটি তথ্যচিত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যা আন্তর্জাতিক প্রশংসা জিতে নেয়।

যুদ্ধের শুরুতে সিরিয়ান আর্মির ঘাঁটি বাবা আমরের সর্বত্র ধ্বংসস্তূপে পরিণত হয়। অবরোধ এবং তীব্র বোমাবর্ষণের পর সেনাবাহিনী ২০১২ সালের মার্চ মাসে জেলাটি পুনরুদ্ধার করে। সেখানেই বিরোধী দলের একটি প্রেস সেন্টারে বোমা হামলায় কলভিন এবং ওচলিক নিহত হন।

২০১৯ সালে, একটি মার্কিন আদালত আসাদ সরকারকে কলভিনের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করে এবং সাংবাদিকদের লক্ষ্য করে ‘অবিবেচনাপ্রসূত’ আক্রমণের জন্য ৩০২.৫ মিলিয়ন ডলার জরিমানার রায় ঘোষণা করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft