প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম বলেছেন, রাজধানী ঢাকাসহ যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় আমরা যৌথবাহিনীর টহল (কম্বাইন্ড পেট্রোলিং) বাড়াবো। যতটা সম্ভব টহল বাড়াবো এবং এই টহল আজকে সন্ধ্যা থেকে দেখবেন পুরো ঢাকা শহরে।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘যৌথভাবে টহল কার্যক্রম চলবে। পুলিশ, আর্মি, নেভি, বিজিবি সবাই একসঙ্গে কম্বাইন্ড পেট্রোলিং করবে।’
সিনিয়র সচিব শফিকুল আলম বলেন, রাজধানীসহ অনেক জায়গায় চেকপোস্ট বসবে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। তল্লাশী কার্যক্রম চলবে। গোয়েন্দা নজরদারিও আগের চেয়ে বাড়ানো হবে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পুলিশকে শতাধিক মোটর সাইকেল দেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, কক্সবাজরের পরিস্থিতি নিয়ে পুলিশের এসপি ও প্রশাসনের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে।
প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভা থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। শিগগির আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।