খবরবাড়ি ডেস্কঃ সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
ভাষা শহীদদের স্মরণে দিবসটির প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ, প্রেস কাব, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবিসহ বিভিন্নসংগঠন পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
(শুক্রবার) ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ভাষার গান, কবিতা আবৃতি, প্রমিত বাংলা বানান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপসানালয়ে প্রার্থনার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হারুন-আর-রশিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ।