খবরবাড়ি ডেস্কঃ হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়নের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন কালিতলায় অবস্থিত গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন শেষে থানা চত্ত্বরে একটি ফলজ বৃক্ষ (সফেদা) চারা রোপন করেন।
এসময় হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস পশ্চিম) মো. আবুল কালাম আজাদ, হাইওয়ে রংপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম, গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা, হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, মহাসড়কে যাত্রীবাহী মোটরযানে সর্ব্বোচ গতিসীমা ৮০ কিলোমিটার। যেখানে সেখানে গাড়ি থামানো এবং যাত্রী ওঠা-নামা করা যাবে না। ট্রাফিক আইন মেনে চলতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করতে হবে এবং দুইজনের বেশি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে না।