খবরবাড়ি ডেস্কঃ সাম্প্রতিক সময়ের আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ও ফ্যাসিস্টদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে বিােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা-পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম চারমাথায় গিয়ে শেষ হয়। এরআগে পৌরশহরের পশ্চিম চারমাথায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জমায়েত নেতাকর্মীরা হয়। বিক্ষোভ মিছিলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য রংপুর বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাবেক ছাত্রদল নেতা হাসানুল হক চৌধুরী ডিউক, উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব কাজী আহসানুল হক রিপন, পৌর যুবদলের আহবায়ক, মইনুদ্দিন লিপন সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম শেখ, সদস্য সচিব রানু মন্ডল বাবু, ওলামা দলের সাধারণ সম্পাদক আনিসুজামান বিদুৎ, পৌর সেচ্ছা সেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক দেবাশীষ কুমার চাকী কাজল, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম ও সদস্য সচিব আরিফ মাহমুদ সহযোগী বিএপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।