
ই-ট্রাফিক প্রসিকিউশন জরিমানা আদায় সহজতর করতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়নের সদর দপ্তরে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি এসম বলেন, “ই-ট্রাফিক প্রসিকিউশন পদ্ধতি জনগণের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি জরিমানা পরিশোধের প্রক্রিয়াকে আরো সহজ করবে এবং সময়ের সাশ্রয় নিশ্চিত করবে।”
আগে যেখানে জরিমানা পরিশোধ করতে টঈই ব্যাংকের UpayApps ব্যবহার করতে হতো এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, এখন থেকে জনগণ সরাসরি ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং এবং বিকাশ ছজ কোড স্ক্যানের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হওয়ার পরপরই ডকুমেন্টস তাৎক্ষণিকভাবে ফেরত পাওয়া যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কমিউনিটি ব্যাংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট এবং ডিজিটাল পেমেন্ট আইসিটি ডিভিশনের ম্যানেজার মো. আমিরুল ইসলাম, রংপুর সাব-ব্রাঞ্চের মো. নুরুল ইসলাম, সিনিয়র অফিসার মোহাম্মদ শরীফুল আহসান এবং হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগের মাধ্যমে ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। জরিমানা প্রদান ও ডকুমেন্টস ফেরতের প্রক্রিয়া সহজ হওয়ায় যাত্রীরা দ্রুত এবং ঝামেলাহীন সেবা পাবেন।
জনগণের সেবাকে সহজতর করার লক্ষ্যে হাইওয়ে পুলিশ ও কমিউনিটি ব্যাংকের এই যৌথ উদ্যোগকে একটি যুগোপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি সেবা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জনগণের আস্থা ও সন্তুষ্টি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।