
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় এক অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে রংপুর-ঢাকা জাতীয় মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার একবারপুর নামক এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাসি কালে ৩০ বোতল ফেনসিডিলসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়। আটক সোহেল রানা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামের আলী আজগরের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্-নেওয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।