
গাইবান্ধার পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যতম সদস্য ব্যাংক কর্মকর্তা (অব.) উত্তম কুমার দেব-এঁর জন্মদিন উপলক্ষ্যে কেক কর্তন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে বুধবার (১ জানুয়ারি) রাতে হাসান আজিজুর রহমান মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য সাইদুর রহমান প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য আলিউল ইসলাম বাদল, উত্তম কুমার দেব, তাঁর সহধর্মিনী অল্পনা রানী, ব্যাংক কর্মকর্তা (অব.) আব্দুল মান্নান, আবু হেনা মো. শাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রকাশ গোবিন্দ তালুকদার, রবিউল হোসেন পাতা, শিক্ষক আই.ম মিজানুর রহমান, আব্দুল্লাহ আদিল নান্নু, কৃষিবিদ এটিএম মিজানুর রহমান খান সুজন, প্রভাষক মোছা. তহমিনা বেগম, শিক্ষক মোছা. তাহমিদা খাতুন, কৃষক জাহিদুল ইসলাম ও শিক্ষার্থী পীযুষ কুমার শীল প্রমুখ। এসময় বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও উত্তম কুমার দেব-এঁর পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য জ্যেষ্ঠ প্রভাষক মো. নবীউল ইসলাম। অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান বাবলু, শাহজাহান মল্লিক, বেলাল হোসেন গান ও উর্মী দেব নৃত্য পরিবেশন করেন।