খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ফরিদুল হক রুবেল আগামী নির্বাচনে পৌর এলাকার সম্মানিত ভোটারবৃন্দের নিকট দো’আ ও সমর্থন কামনা করেছেন। পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তিনি পৌর এলাকার জনগণের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন। তিনি একজন সাবেক ফুটবলার, সৎ এবং সাদা মনের মানুষ হিসেবে এলাকায় তাঁর অনেক পরিচিতি রয়েছে। আসলেই তিনি একজন ব্যতিক্রমধর্মী চিন্তা-চেতনা এবং জনদরদী মানুষ। সমাজসেবামূলক কর্মকান্ডে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত রয়েছেন। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে পৌরবাসীর নিকট জনপ্রিয়তা গড়ে তুলেছেন।
তিনি জন্মগত সূত্রেই পলাশবাড়ী পৌরসভার (৫নং ওয়ার্ড) নুনিয়াগাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা। পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড় সংলগ্ন তাঁর স্থায়ী নিবাস। বলতে গেলে অতি নিকটতম এবং কাছের মানুষ। বাড়ীর মানুষ। ওই গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল কাইয়ুম বাচ্চু ও মোছা. জাহানারা বেগমের কনিষ্ঠ পুত্র ফরিদুল হক রুবেল। ছাত্র জীবন থেকে তিনি বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। জাতীয় পর্যায়ে দলীয় নেতৃবৃন্দের সাথে রয়েছে গভীর ও নিবিড় সম্পর্ক। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যেসব গুণাবলির প্রয়োজন সবটুকুই তাঁর মধ্যে বিরাজমান। একজন শিক্ষিত, সৎ, যোগ্য এবং সাদা মনের মানুষ হিসেবে তাঁর জনপ্রিয়তা রয়েছে সবক্ষেত্রে। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে জয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে রয়েছেন তিনি।
এ ব্যাপারে উপজেলা যুবদল সাবেক সভাপতি ফরিদুল হক রুবেল এ প্রতিনিধিকে জানান, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনি বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী। পৌরবাসীর জীবন-মান উন্নয়নে সর্বদা কাজ করার ইচ্ছা পোষন করেন তিনি।
তিনি আরো বলেন, পলাশবাড়ী পৌরসভার সকল বিষয়ে আমি অবগত রয়েছি। পৌরবাসীর জন্য যথেষ্ট উন্নয়ন করার সুযোগ রয়েছে। মেয়র নির্বাচিত হলে তা আমি কবর। শুধুমাত্র ইচ্ছে থাকলে টেকসই উন্নয়নসহ নতুন প্রজন্মের জন্য মডেল পৌরসভা গড়ে তোলা সম্ভব। পলাশবাড়ী পৌরবাসীর সিদ্ধান্তেই পৌরসভার এসব উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে যাবে। নতুন প্রজন্মের ব্যতিক্রমধর্মী চিন্তা-চেতনার কথা ভেবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন নির্ধারণ করা হবে। মেয়র নির্বাচিত হলে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, মসজিদ-মন্দির, মাদ্রাসা, ঈদগাহ মাঠ সংস্কার, রাস্তা-ঘাট, হাট-বাজার উন্নয়ন ছাড়াও শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ খাবার পানির সু-ব্যবস্থার পাশাপাশি মাদকমুক্ত করাসহ সমভাবে উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে একটি মডেল পৌরসভা গড়ে তোলা হবে। ব্যক্তিগত জীবনে আমার কোনো চাওয়া পাওয়া নেই। দলমত নির্বিশেষে পৌরবাসীসহ সকলের নিকট দো’আ ও সমর্থন প্রত্যাশা করছি।