খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের জামালপুরগ্রামের (কাজীপাড়া) এলাকার কাজী শাহীনের সহকারী শহরের পরিচিতমুখ শহিদুল কাজী (৫১) আকস্মিক গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর তৃতীয় ছেলে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পৌরশহরের কাজীপাড়ায় নিজ বাড়িতে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। এসময় চিকিৎসার জন্য দ্রুত তাকে রংপুর মেডিকেলে নেয়া হয়। সেখানে তিনি রাত পৌনে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পলাশবাড়ীর সাংবাদিক মাসুদার রহমান মাসুদের ছোট মামা এবং সাংবাদিক আব্দুর রাজ্জাকের বোন জামাই।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদজুম্মা পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপুলসংখ্যক মুসুল্লির অংশগ্রহণে নামাজে জানাজা শেষে স্থানীয় সরকারি কবরস্থানে তাঁর মরদেহের দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে-৩ মেয়ে-জামাতা, নাতি-নাতনি, ভাই-বোন, বন্ধু-বান্ধব, পরিবারের অন্যান্য সদস্য, সহকর্মী, পাড়া-প্রতিবেশী,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।