
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর বেংগুলিয়া হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এবং বেংগুলিয়া মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম আমির হোসেন মাস্টারের ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সদা হাস্যোজ্জ্বল-ধর্মভীরু স্বভাবের পরিচিতমুখ আমির হোসেন মাস্টার বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩.৪৫ মিনিটে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের মৃত কফিল উদ্দিনের একমাত্র ছেলে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় নিজ বাড়ি চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে-৫ মেয়ে-জামাতা, নাতি-নাতনি, বন্ধু-বান্ধব, পরিবারবর্গ, সহকর্মী, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।