খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী সূতি মাহমুদ (এসএম) মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সৈয়দ আব্দুর রব সোনা বিএসসি (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপজেলার বরিশাল ইউনিয়নের চালিতাদহ গ্রামের বাসিন্দা এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম সৈয়দ আব্দুর রাজ্জাক এঁর সহোদর ছোটভাই, ৪নং বরিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরশহরের শিশু নিতেকন স্কুলের অধ্যক্ষ সৈয়দ আব্দুর রব সোনা বিএসসি বুধবার (৮ জানুয়ারি) ভোরে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৫ মেয়ে-জামাতা, নাতী-নাতনী, ভাই-বোন, পরিবারেরসদস্যবর্গ, সহকর্মী, পাড়া-প্রতিবেশি,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বুধবার বাদ এশা নিজ বাড়ী চত্বরে বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লির অংশগ্রহণে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন।