খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে শীতার্ত মানুষ পেল আইএফআইসি ব্যাংকের কম্বল। আইএফআইসি ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার উদ্যোগে ২শ’ ৫০ জন দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে আইএফআইসি ব্যাংক ভবনে থেকে এ কম্বল বিতরণ করেন আইএফআইসি ব্যাংক পলাশবাড়ী শাখার কাষ্টমার সার্ভিস ম্যানেজার হাবিবুললাহ সাদদাম। এসময় ব্যাংকের মার্কেটি এন্ড সেলস্ অফিসার নওয়াজ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আইএফআইসি ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক সাজিদ রশীদ জানান, ব্যাংকের নানা কর্মসূচীর অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে শীত নিবারনের জন্য দেশব্যাপী কম্বল বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পলাশবাড়ী এলাকায় ২শ’৫০জন সুবিধাবঞ্চিত মানুষকে কম্বল প্রদান করা হয়েছে। আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজের বিত্তশালীসহ অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান।