খবরবাড়ি ডেস্কঃ তাবলীগ জামাতের উভয় পক্ষের বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবীতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সচেতন ছাত্র সমাজের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র মো. জোবায়ের। তিনি জানান, উভয় পক্ষই যেন তাদের সবোর্চ্চ মুরুব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করে উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা হয়। সেইসাথে দেশের সাম্প্রতিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষের একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকাসহ ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত সকল অনাকাঙ্খিত হত্যাকান্ডের বিচারসহ ৩টি দাবী জানান।
এসময় গাইবান্ধা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র মোহাম্মদ আলী, অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আশরাফুল ইসলাম, পলাশবাড়ী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র মহাসিন ইসলাম, ভার্সিটির পরিক্ষার্থী মো. আপেল মিয়া, কামারজানী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১ম বর্ষের ছাত্র মো. শরিফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।