খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সামাজিক সংগঠন সম্প্রীতি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) রাত ৮টায় পৌরশহরের টিএন্ডটি মোড়ে পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু।
সম্প্রীতির আহবায়ক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব পার্থ দেবনাথ, যুগ্ম আহবায়ক রায়হান ফরহাদ লিখন, রতন চন্দ্র, কার্যকরী সদস্য এহসানুল হক তুষার, সুব্রত চন্দ্র সরকার, মেহবার জাহিদ ও সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা জাসাসের আহবায়ক মুন্নাফ চৌধুরী, পৌর জাসাসের আহবায়ক রোমেল এবং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকসহ অন্যান্যরা।