খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেনতামুলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষ সদস্য (যুগ্ম সচিব) প্রকল্প পরিচালক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সোহেলুর রহমান খান, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রব জ্যোতির্ময় গোপ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. মিলন মিয়া। কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রোস্তম আলী, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা জামায়াতের সেক্রেটারী জহুরুল হক, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন প্রতিনিধি মাসুদ রানা ও সাংবাদিক শাহিন নূরী প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট মো. আইয়ুব হোসেন। এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, খাদ্য-হোটেল ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীরাসহ অন্যান্যরা কর্মশালায় অংশ নেয়।