খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় আনসার সদস্যের মাঝে কম্বল বিতরণ করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাইবান্ধা জেলা কমাড্যান্টের কার্যালয়।
বুধবার (২২ জানুয়ারি) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাইবান্ধা জেলা কমাড্যান্টের কার্যালয়ে অঙ্গীভূত জেলার ২৫০ জন আনসার সদস্যদের স্বনামে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় গাইবান্ধা জেলা কমাড্যান্ট সনজয় কুমার সাহা, সার্কেল অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
সনজয় কুমার সাহা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশে দেশব্যাপী ৬৪ জেলায় কম্বল বিতরণের অংশ হিসেবে গাইবান্ধা জেলাতেও এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।