খবরবাড়ি ডেস্কঃ এতিম, মাদ্রাসা শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুঃস্থ-অসহায় ও ছিন্নমূল দরিদ্র শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার উদ্যোগে ৪শ’ ৮০ পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি অন্যান্য বছরের ন্যায় এবারও সমাজের চিহ্নিত সুবিধা বঞ্চিত, অসহায় ও অবহেলিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের কোহিনুর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কার্যালয়ে এলাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, দুঃস্থ-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শাখা ব্যবস্থাপক এএসএম রবিউল ইসলাম। এসময় সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহাদাৎ হোসেন, প্রিন্সিপাল অফিসার ইয়াছিন আলী ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হারুনুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অত্র ব্যাংকের সৌজন্যে গত এক সপ্তাহে পলাশবাড়ী এলাকায় ৪শ’ ৮০ পিস কম্বল বিতরণ করা হয় বলে জানা যায়।