
মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী রাহাতুম মোস্তাফিজ তামিম। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। তামিম পলাশবাড়ীর গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পৌরশহরের আমবাড়ী গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও গৃহিনী মোছা. মরিয়ম বেগম দম্পতির ছেলে। তামিম পলাশবাড়ী পৌরশহরের গ্রীণ ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং পলাশবাড়ী সরকারি কলেজ হতে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। তিনি মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পাওয়ার সকলের নিকট দো’আ কামনা করেছেন।