গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখা কর্তৃক ইংরেজি নববর্ষ -২০২৪ উপলক্ষে নববর্ষের শুভেচ্ছা বিনিময় এবং প্রেসক্লাবে কর্মরত সংবাদিকদের মাঝে উপহারস্বরূপ বর্ষপঞ্জিকা বিতরণ করছেন।
২রা জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখার পক্ষ থেকে শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং এসিস্টেন্ট অফিসার হারুনুর রশিদ পলাশবাড়ী প্রেসক্লাবে কনফারেন্স রুমে প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মিলিত হয়ে
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় এবং সাংবাদিকদের হাতে বর্ষ পঞ্জিকা বিতরণ করেন।
এ সময়, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন সহ-সভাপতি সাইদুর রহমান মাস্টার, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিদূষ রায়,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলার রহমান, দপ্তর সম্পাদক মিলন মন্ডল, সাবেক সহসভাপতি ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য মশফিকুর রহমান মিল্টন, সদস্য ওমর ফারুক, ফেরদৌস মিয়া, লিমন মিয়া ছাড়াও অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।