গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সময় আসাদুল (৩০) নামে ০১জন পরীক্ষার্থীকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে সকাল ১১টায় পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ২০২ নং কক্ষ থেকে তাকে আটক করা হয় ৷
গ্রেফতারকৃত আসাদুল ইসলাম পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ০১টি ইলেকট্রনিক
ডিভাইস জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত পরীক্ষার্থী জালিয়াতি চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করেছে।তাদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে।